Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সমাজসেবা অধিদফতর, জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ হতে প্রদেয় সেবাসমূহের বিবরণী:

 

ক্রমিক 

কার্যক্রম

সেবা

সেবা গ্রহিতা

সেবা প্রাপ্তির সময় সীমা

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

প্রতিবন্ধীতা সনদ প্রদান

প্রতিবন্ধতিা সনদ প্রদান

প্রতিবন্ধী ব্যাক্তি

প্রয়োজনীয়তথ্যসহ আবেদনের ০১ দিনের মধ্যে

জেলাসমাজসেবা কার্যালয়

স্বেচ্ছাসেবী  সমাজকল্যাণ সংস্থাসমুহ নিবন্ধন ও তত্ত্বাবধান

# স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নামকরনের ছাড়পত্র প্রদান;

#১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সংস্থাসমুহ(নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্নিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারি এতিমখানা/ক্লাব নিবন্ধন;

#নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন,সাধারন ও কার্যকরী পরিষদ অনুমোদন,সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন,মেয়াদামেত্ম কার্যকরী পরিষদ অনুমোদন;

নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমুহের একাধিক জেলায় কার্যক্রম সম্প্রসারনের জন্য সুপারিশ প্রদান;

#নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্যক্রম তদারকি;

# নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ;

 

# স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব,সংস্থা, সমিতি ইত্যাদি।

# নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের ২০ কর্মদিবস;

# নামের ছাড়পত্র প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির ৭ কর্ম দিবস;

 

# কার্যকরী কমিটি অনুমোদন প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির ১০ কর্ম দিবস;

# কার্য এলাকা সম্প্রসারন প্রয়োজনীয কাগজপত্র প্রাপ্তির ৩০ কর্ম দিবস;

# অভিযোগ প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস;

# নামের ছাড়পত্র , নিবন্ধন, কাযকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়;

# একাধিক জেলায় কার্যক্রম সম্প্রসারনের জন্য জেলা কার্যালয়ের সুপারিশসহ সদর কার্যালয় প্রেরণ করতে হবে।

# অভিযোগ নিষ্পত্তি সংক্রামত্ম জেলা কার্যালয় ও সদর কার্যালয়।

 

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্বায়ন

# মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ড প্রাপ্ত ভ্যাক্তিদের  শাসিত্ম প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক/সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা।

# কারিাবন্দি ব্যাক্তিদের শিক্ষা ও প্রশিক্ষন প্রদান।

#সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেখে কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন অফিসার/সোস্যাল কেইস ওয়ার্কারের তত্ত্বাবধানে কাউন্সিলিং এর মাধ্যমে শিশুর মানষিকতার উন্নয়ন এবং সংশোধন।

# টাস্কফোর্স কমিটির সহায়তায় কারগারে বন্দি শিশু কিশোরদের মুক্ত করে/কিশোর/ কিশোরী উন্নয়নকেন্দ্রে স্থানামত্মর।

#সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার/ ব্যাক্তি।

# আইনের সংস্পর্শে আসা শিশু/ কিওশোর।

# মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড এবং রাষ্ট্রদ্রোহিতা, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও মাদক দ্রব্য সংশ্লিষ্ট  আইনে দন্ডপ্রাপ্ত নারী ব্যাতিত ১ বছরের অধিক যে কোন মেয়াদে কারাদন্ডপ্রাপ্ত কোন নারী যিনি য়োতসহ শতকরা ৫০ ভাগ কারাদন্ড ভোগ করেছেন।

# বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা/প্রদত্ত আদেশ।

#পুনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি/উপজেলা/শহর সমাজসেবা কার্যক্রম প্রকল্প বাসত্মবায়ন কমিটির অনুমোদন প্রাপ্তির ২০ কর্মদিবসের মধ্যে।

#প্রবেশন অফিস ( জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়এ

#  সকল উপজেলা উপজেলা সমাজসেবা কার্যালয় (সদর ব্যাতিত)